Home জাতীয়
74
0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ২ জুলাই নির্ধারণ করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ১৮ মে এই তারিখ ধার্য করেন। Prothomalo+2Dhaka Tribune+2চ্যানেল আই অনলাইন+2dhakapost.com+6Prothomalo+6Prothomalo+6

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই টাকা ফিলিপাইনে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারায় ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। Dhaka Tribune+6চ্যানেল আই অনলাইন+6Ajkerpatrika+6Ajkerpatrika+3The Financial Express+3চ্যানেল আই অনলাইন+3Ajkerpatrika+1চ্যানেল আই অনলাইন+1

মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ নিয়ে ৮৫ বার পেছানো হলো। Facebook+3চ্যানেল আই অনলাইন+3Dhaka Tribune+3BD News 24+2Ajkerpatrika+2Dhaka Tribune+2

প্রতিবেদন: পথচিহ্ন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here